জনাকয়েক অসচেতন ব্যবসায়ীর কারনে দূষিত হচ্ছে খোয়াই নদীর জল। প্রয়োজনীয় সুবিধা থাকা সত্তেও ব্যাবহার করছেনা ডাস্টবিন। ফলে একদিকে যেমন বাজারে ময়লা যত্রতত্র আবর্জনা জমছে, অন্যদিকে আবর্জনা গুলো খোয়াই নদীতে পরে জল দূষিত হচ্ছে দিনকে দিন। তেলিয়ামুড়া শহরের মাছ এবং মাংস বাজার ব্যবসায়ীদের বর্জ্য পদার্থ ও অবর্জনা গুলো বাজারের নির্দিষ্ট ডাস্টবিনে রাখার কথা। ডাস্টবিন থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের দ্বারা সেই আবর্জনা গুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে একদিকে যেমন বাজার পরিষ্কার থাকে অন্যদিকে পরিবেশও ভালো থাকে। কিন্তু সমস্ত রকমের সুবিধা থাকার পরও কিছুসংখ্যক ব্যবসায়ী আবর্জনা গুলো ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ফেলে রাখছে। তাছাড়াও মাছ এবং মাংস ব্যবসায়ীদের মধ্যে একটা অংশ তাদের ব্যবসায়ীক বর্জ্য পদার্থ এবং আবর্জনা গুলো খোয়াই নদীতে ফেলে দিচ্ছেন। এতে করে একদিকে যেমন দূর্গন্ধ ছরাচ্ছে বাজার এলাকায় অন্যদিকে খোয়াই নদীর জলও দূষিত হচ্ছে।
এবিষয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি উনার গোচরেও রয়েছে। এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। তিনি আরও জানান , তেলিয়ামুড়া ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ডাস্টবিন, কালবার্ট ড্রেন, পাবলিক টয়লেট এর সব গুলো করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যা,যা করার সমস্ত সুবিধা করে দেওয়া হয়েছে। তথাপি কিছু সংখ্যায় অসচেতন ব্যবসায়ী পুরো পরিষদের নিয়ম নির্দেশিকাকে তোয়াক্কা না করে এই কাজ গুলো করে যাচ্ছেন। এর জন্য উনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন এবং একটি সচেতনতা মুলক মাইক যোগে প্রচারের ব্যবস্থা করবেন।
এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সচেতন পুর বাসিদের মধ্য থেকে, এই খোয়াই নদীর দূষিত জলে পরিশ্রুত করে শহরবাসীদের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে। তবে এখন দেখার বিষয় পৌর পরিষদের উদ্যোগে সচেতনা মূলক প্রচার করার পর কতটুকু সচেতন ফিরে আসে বাজারের ব্যবসায়ীদের মধ্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিজেপি’কে ভোট দেওয়ায় মা-ছেলেকে আক্রমণ ঘটনা পূর্ব থানাধীন রবীন্দ্রনগর এলাকায়।।
Next post মঙ্গলবার অল্পে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মার সুপারি বাগানের আশপাশের বাড়ি ঘর
%d bloggers like this: