প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কালের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এক মাসব্যাপী নানা কর্মসূচির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সকারের বিভিন্ন জন কল্যান মূলক কাজের রিপোর্ট কার্ড নিয়ে আজ দুপুরে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন মহাশক্তি এলাকায় বাড়ি বাড়ি গেলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে ১৩ প্রতাপগড় মন্ডলের নেতৃত্বরাও ছিলেন। শুধু পার্বত্য রাজ্য ত্রিপুরায় নয়, দেশের বিজেপি শাসিত সকল রাজ্যেই মোদিজীর শাসন কালের ৯ বছর পূর্তিতে রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সকল সাংসদরা।এক্ষেত্রে প্রতি সাংসদকে এক হাজার বাড়িতে গিয়ে জন সম্পর্ক অভিযান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এই নির্দেশকে অনুসরন করে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন বিভিন্ন মতাদর্শপূর্ণ লোকের বাড়ি বাড়ি যান এবং লোকজনদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন কল্যান মূলক প্রকল্প নিয়ে। এক বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকারে প্রতিমা ভৌমিক বলেন, নরেন্দ্র মোদীর এখন জয়জয়কার। বিভিন্ন মতাদর্শ বিশিষ্ট লোকের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীজি কে নিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। সকলেই মোদীজি’কে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দেখতে চাইছেন। মোদীজি কে সকলেই ভালবাসেন বলে জানান তিনি।