রবিবার গভীর রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়া এলাকায় এমনি একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে পুলিশ আসার আগেই পালায় অভিযুক্ত চালক। ধারণা করা হচ্ছে পাচার কাজে ব্যবহৃত হয় সেই গাড়ি।
রেজিস্ট্রেশন নম্বর আড়াল করে নেশা বাণিজ্যের কাজে ব্যবহৃত গাড়ি দুর্ঘটনার কবলে।ঘটনা রবিবার গভীর রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়া এলাকায়।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এই নেশা বাণিজ্যের কাজে একসাথে চলা ৮টি গাড়ির মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় বাকি গাড়িগুলি দাঁড়িয়ে ওই দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে অবৈধ নেশা সামগ্রী অন্য গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনাস্থলে সোমবার দুপুরে টাকারজলা থানার ওসি রথিন্দ্র দেববর্মা সহ পুলিশ ছুটে এসে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।তবে এলাকাবাসীদের বক্তব্য প্রত্যেকদিন রাতের আঁধারে টাকারজলা ও জম্পুইজলা সড়কে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার করে যাচ্ছেন নেশা কারবারীরা। তবে টাকারজলা থানার একাংশ পুলিশ কর্মী নেশা কারবারীদের সাথে জড়িত রয়েছে পুলিশ সূত্রে খবর।দেখুন কিভাবে আড়াল করা হচ্ছে গাড়ির নম্বর !