রবিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপনী বিতানের হল ঘরে টিএসইসিএল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ীজ সংঘ’র উদ্যোগে মেগা রক্তদান শিবির এর আয়োজন করা হয় l শিবিরের উদ্ভোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, করপোরেটর স্নিগ্ধা দাস দেব বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। শিবিরে মন্ত্রী বলেন, রক্তদানের চেয়ে আর কোন বড় পরিষেবা হয় না। মানুষকে পরিষেবা দেওয়া মানে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা জিনিষপত্র টাকা দিয়ে কেনা যায় কিন্তু রক্ত টাকা দিয়ে কেনা যায় না বলে তিনি জানান l