টিবি মুক্ত ভারত অভিযানের ১০০ দিনের বিশেষ অভিযানের সাফল্য তুলে ধরে সাংবাদিকদের অবহিত করা হয় গোমতী জেলার জেলা শাসকের মিলনায়তনে। টিবি মুক্ত ভারত অভিযানের একশ দিনের বিশেষ অভিযানের গোমতী জেলা বিশেষ সাফল্য অর্জন করে চলছে। বৃহস্পতিবার গোমতী জেলার জেলাশাসকের মিলনায়তনে এর সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলো তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, চিকিৎসক সৌমিক চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। তারা বলেন ১০০ দিনের অভিযানের সময় জেলার স্বাস্থ্য কর্মীরা ১২১ জন রোগীকে যক্ষা রোগ চিহ্নিত করতে পেরেছেন। এটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ। এদের প্রত্যেকের চিকিৎসা শুরু করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে দ্রুত রোগ নির্ণয় করা শুরু হয়েছে এই গোমতী জেলায়। গত ৭ই ডিসেম্বর থেকে রাজ্যের পাঁচ টি জেলাতে এই অভিযান শুরু হয়েছে। আজ ছিল ৯৬ তম দিন। প্রত্যেকে বলেন স্বাস্থ্যকর্মীরা যেভাবে সারাদেশের সঙ্গে এই রাজ্য কে টিবি মুক্ত করার পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে তাকে সবাই সাধুবাদ জানিয়েছেন। আজকে গোমতী জেলার জেলাশাসকের মিলনায়তনে সাংবাদিকদের সামনে অতিথিরা বলেন আর চার দিন বাকি আছে ১০০ দিনের মধ্যে দেশ ও রাজ্যকে টিবি মুক্ত করার জন্য।এই চারদিনের আরো ও রোগী চিহ্নিত করা যাবে বলে আশা ব্যক্ত করেন সাংবাদিক সম্মেলনে অতিথিরা। জেলা শাসক ও জেলা সভাধিপতি দুইজনে আজ নি: ক্ষয় মিএ হয়েছেন। জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং বলেন,১০০ দিনে ১ লক্ষ ৩০ হাজার স্ক্রিনিং করা হয়েছে।যার মূল লক্ষ্য মাত্রার চেয়ে ১৩৫ শতাংশ বেশি লোকদের স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসা হয়েছে। গোমতী জেলার লক্ষ্য ছিল ৯৬৩০০ জন।৭ হাজার ৬০০ জনকে এক্স রে এবং ট্টু- নেটের মাধ্যমে টেস্ট করা হয়েছে বলে জানা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সৌমিক চক্রবর্তী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিপুল পরিমাণ কাঠ বোঝাই গাড়ি আটক!
Next post কামরাঙ্গা তুলী নদীর দুই পাড়ের মানুষের ভরসা এখন বাসের সাকু ও নৌকা!
%d bloggers like this: