ধ্বজনগর এলাকায় ড্রাগসের কৌটা বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে ৩ যুবক, গনধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ঘটনা বিবরণে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে বিশালগড় ধ্বজনগর এলাকায় ড্রাগসের কৌটা বিক্রি করে যাচ্ছে আর তাতে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে দিকে যাচ্ছে।
শনিবার সকালে ধ্বজনগর এলাকার স্থানীয় এলাকাবাসীরা উৎপেতে বসে থেকে ৩ যুবক কে ধরতে সক্ষম হয়, এবং গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ড্রাগস বিক্রেতারা হল সরিফ মিয়া,আকুল দেবনাথ ও আতিকুল ইসলাম ৩ যুবকের মধ্যে মূল মাস্টারমাইন্ড হল আতিকুল ইসলাম। বর্তমানে ৩ যুবক পুলিশের হেফাজতে রয়েছে তাদের বিরুদ্ধে NDPS মামলা নেওয়া হবে।