কৈলাসহরের ডলুগাঁওের পেচারডহর গ্রামে মহা সাড়ম্বরে তিন দিন ব্যাপী পঁচিশ তম শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের বিলাশপুর গ্রাম পঞ্চায়েতের পেচারডহর গ্রামে নবরাগ সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার রাত্র আটটা থেকে শুরু হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই তিন দিন ব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্ধোধন করেন ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাশ। উদ্ধোধনী অনুস্টানে অমলেন্দু দাশ ছাড়াও উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, বিলাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত দাস, বিশিষ্ট সমাজসেবী তরুণ কান্তি দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সদস্য মিন্টু মালাকার, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার সুপারিন্টেন্ডেন্ট প্রনয় কান্তি দাস, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায় সহ আরও অনেকে। উদ্ধোধনী অনুস্টানে উপস্থিত অতিথিদের উওরীয় পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি নবরাগ সংঘের সদস্যরা অতিথিদের হাতে স্বামী বিবেকানন্দের ছবি তোলে দেন। উদ্ধোধনী অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন নবরাগ সংঘের সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র সিনহা। উদ্ধোধনী অনুস্টান শেষ হবার পর রাত দশটা অব্দি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। রাত্র দশটা অব্দি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার পর অনুস্টিত হয়েছে দিদি নাম্বার ওয়ান অনুস্টান। বিলাশপুর গ্রামের পাশ্ববর্তী এলাকার হাওড় অঞ্চলের দিদিরা এই দিদি নাম্বার ওয়ান অনুস্টানে অংশগ্রহণ করেছে। মেলার দ্বিতীয় এবং তৃতীয় দিনও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিন দিন ব্যাপী এই মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টলের পাশাপাশি বেসরকারি স্টলও ছিলো। উদ্ধোধনী অনুস্টানের পর ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, বিলাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত দাস সহ অন্যান্য অতিথিরা মেলায় অংশগ্রহণকারী মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং কৃষি দপ্তরের স্টলের ফিতা কেটে সাধারণ জনগনের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিন দিন ব্যাপী এই শিব চতুর্দশী মেলার উদ্ধোধনী অনুস্টানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে গোটা পেচারডহর গ্রামে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা করা গেছে। তিন দিন ব্যাপী এই শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে তথা আটাশ ফেব্রুয়ারি রাতে ভারত বিখ্যাত বাউল সংগীত শিল্পী হৃদয় সরকার সংগীত পরিবেশন করবে বলে নবরাগ সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাশের নিজ গ্রামে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী মেলায় মন্ত্রী সুধাংশু দাশ উপস্থিত থাকার কথা থাকলেও প্রশাসনিক কাজে বহিঃরাজ্যে অবস্থান করায় মন্ত্রী সুধাংশু দাশ উপস্থিত থাকতে পারেন নি বলেও জানান নবরাগ সংঘের সম্পাদক রবীন্দ্র সিনহা। উদ্ধোধনী অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস মেলার আয়োজক নবরাগ সংঘের ভূয়সী প্রশংসা করে জানান যে, নবরাগ সংঘ প্রকৃত অর্থেই সমাজ দরদী। উনারা সারা বছর নানান সামাজিক কাজকর্ম করার পাশাপাশি সারা বছর গ্রামের সাধারণ মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়িয়ে প্রতক্ষ্য ভাবে সাহায্য সহযোগিতা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিশালগড় ব্রজপুর ফরেস্টের বাগানে অগ্নি সংযোগ! ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন!!
Next post বাংলাদেশের নাগরিক সহ তিন জন ভারতীয় দালাল কে আটক করেছে BSF
%d bloggers like this: