যান দূর্ঘটনা যেন কিছুতেই আর থামার নয় তেলিয়ামূড়া মহকুমা এলাকায়। প্রতিদিনই কোথাও না কোথাও যান দূর্ঘটনা লেগেই রয়েছে। গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ এই দূর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিলের অফিসের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানাযায় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সম্মুখে জাতীয় সড়কে বাইক সহ দুইজন আহত অবস্থায় পরে রয়েছে বলে। খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে দুইজন কে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানাযায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেদেন। অন্য আরেকজনের চিকিৎসা তেলিয়ামুড়া হাসপাতালেই চলছে বলে জানাযায়।