আজ রথযাত্রা। এদিনে জগন্নাথ দেব,বলরাম এবং শুভদ্রা রথে চড়ে মামার বাড়িতে যায়। হিন্দু ধর্মপ্রাণ ভক্তরা রথ টেনে তাদের মামার বাড়িতে নিয়ে যায়। বিশ্বের সব জায়গায় এই রথযাত্রা উৎসব ধুমধামের সহিত পালিত হয়। তেমনি সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া শহরেও তেলিয়ামুড়া শহরের শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম থেকে ধুমধামের সহিত ভক্তরা জগন্নাথ,বলরাম এবং শুভদ্রা কে রথে করে এক বনাট্ট শুভযাত্রার মাধ্যমে তাদের মামার বাড়িতে নিয়ে যায়। তেলিয়ামুড়া শ্রীকৃষ্ণ চৈতন্য বিগত বহু বছর ধরে এই রথযাত্রা উৎসব ধুমধামের সহিত পালন করে আসছে।এবছর ও এই আশ্রম রথযাত্রা উৎসব ধুমধামের সহিত পালন করেছে। আজকে এই রথ দুপুর ৩টা ৩০মিনিট নাগাদ তেলিয়ামুড়া শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম থেকে বনাট্ট শুভযাত্রার মাধ্যমে জগন্নাথ,বলরাম এবং শুভদ্রা কে নিয়ে বের হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা স্থিত একটি বাড়িতে গিয়ে সমাপ্ত হয়। এই রথযাত্রা সমন্ধে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশ্রমের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য জানান যেড় এই রথযাত্রা শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম বহু বছর ধরে পালন করে আসছে। তিনি আরও জানান যে,বিগত দিনেও হিন্দু ধর্মপ্রাণ ভক্তরা এই রথযাত্রা উৎসবে সহযোগিতা করেছেন এবং তিনি আশাবাদী যে,ভবিষ্যত এও ভক্তরা এই মহা মিলনের উৎসব রথযাত্রা উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আজকের এই রথযাত্রা উৎসবে তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মপ্রাণ ভক্তদের উপস্তিতি ছিল বেশ লক্ষনীয়। এবং উপস্থিত সকলের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
