রাজ্যের ইতিহাসে এই প্রথম। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তা ভাষায় প্রকাশ করা যায় না। উল্টো রথের অনুষ্ঠানে রথ বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় যারা রথের সিঁড়িতে ছিলেন তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে যারা রথের ভিতরে ছিল তাদের মধ্যে আবার অনেকের কিছু হয়নি।অক্ষত রয়েছেন। বুধবার রাতে কুমারঘাট ডাক বাংলোতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরার ইতিহাসে এটা একটা মর্মান্তিক ঘটনা। একসাথে এত জনের মৃত্যু যা ভাবা যায় না। ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। অপরদিকে ঘটনায় আহতদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে আছে ও থাকবে। এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে পরিবার পিছু চার লক্ষ টাকা করে ঘোষণার ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি ঘটনায় যাদের শরীরের ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে তাদেরকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী জানান। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় ও প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস উপস্থিত ছিলেন। ঘটনায় সকলে হতবাক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বুধবার গভীর রাতে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর বাসভবনে
Next post রথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান শাসক দলের নেতৃত্বরা
%d bloggers like this: