মঙ্গলবার ত্রিপুরা ও বি সি কর্পোরেশনের উদ্যোগে মেগা ঋণ দান শিবিরের আয়োজন করা হয় l রাজধানীর লেইক চৌমুহনীস্থিত ও বি সি কর্পোরেশনের অফিসে হয় এই শিবির। আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল,সহ কর্পোরেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজ্য ও বি সি দফতর সব সময়ই রাজ্যের ও বি সি সম্প্রদায়ের লোকজনের জন্য কাজ করে চলেছে l কিভাবে এই সম্প্রদায়ের লোকজনেরা স্বাবলম্বী হতে পারে, তার জন্য দফতর কাজ করে চলেছে l সেক্ষেত্রে যারা ঋণ পেতে পারে, তাদেরকেই দফতর ঋণ দিচ্ছে বলে তিনি জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিজেপি হটাও স্লোগান তুলে মাঠঘাট গরম করে তোলার চেষ্টা করছে বামেরা।
Next post বিধানসভার আগে চাকুরী দেওয়া যাবে না…স্পষ্ট দাবীঃ শিক্ষামন্ত্রীর
%d bloggers like this: