মহাকুম্ভের পবিত্র মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করে মা গঙ্গার পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দির ও দীঘিতে নিবেদন করেন বিধায়ক অন্তরা।১৪৪ বছরের জন্য এই পৃথিবীকে আবার অপেক্ষায় বসতে হবে, কেননা বুধবার শেষ হয়ে গেল এই শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট প্রয়াগরাজ মহাকুম্ভ। মহা শিবরাত্রির পবিত্র দিনে শেষ হল ১৪৪ বছর পর আয়োজিত প্রয়াগরাজের মহাকুম্ভ। শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষের আস্থা জাগিয়ে গত ১৩ই জানুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভ শুরু হয়েছিল। শারীরিক অসুস্থতার মধ্যেও কমলাসাগরের বিধায়ক অন্তরা সরকার দেব মহা কুম্ভের শেষ লগ্নে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে পৌঁছান। রবিবার মহা কুম্ভমেলায় গঙ্গা নদীর তীরে বসে প্রধানমন্ত্রী মোদী জীর মন কি বাত শুনেন তিনি। সন্ধ্যায় পৌঁছেন বিবেকানন্দ সেবা সমিতির তাবুতে। রাত কাটিয়ে সকাল সকাল পৌঁছে যান মহাকুম্ভুর পূর্ণ স্নানে। বিধায়ক অন্তরা দেবী বলেন আমিও অপেক্ষায় ছিলাম প্রয়াগ রাজ মহাকুম্বে সমুদ্র মন্থন থেকে উঠে আসা সেই কুম্ভ থেকে যে অমৃতের ফোটা এই প্রয়াগরাজে পড়েছিল সেই অমৃত নিয়ে কসবেশ্বরী মায়ের কাছে ফিরতে। মহাকুম্বের শাহী স্নান সেরে ত্রিবেণী সঙ্গমের অমৃতের ফোটা নিয়ে বৃহস্পতিবার রাজ্যে পৌঁছান বিধায়ক অন্তরা দেবী। সকাল ১০ ঘটিকায এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিবেণী সঙ্গমের জল মহাকুম্ভের পবিত্র মুহূর্তের ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দির ও দীঘিতে নিবেদন করেন তিনি। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কমলাসাগরের নবনিযুক্ত মন্ডল সভাপতি কাজল সরকার সহ কমলাসাগরের দলীয় কর্মী এবং ভক্তবৃন্দরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পুলিশ আধিকারিকের হাতে নেশা কারবারি সহ লক্ষাধিক টাকা নেশা সামগ্রী আটক
Next post অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সিলিন্ডার চুরি!
%d bloggers like this: