আর কেপুর থানার অপারেশন তাণ্ডবে গ্রেফতার তিন ডাকাত সহ দুই চোর, সংবাদে জানা যায় গত বেশ কয়েকদিন ধরে উদয়পুরের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, কোথাও থেকে বাইক চুরি আবার কোথাও মন্দিরের চুরি, যার ফলে একপ্রকার নাজেহাল হয়ে উঠেছিল শহরবাসী। থানাতে তো একাধিক অভিযোগ দায়ের করা হয় চুরির ঘটনার বিষয় নিয়ে। যাবতীয় অভিযোগ পেয়ে এইবার ময়দানে নেমে পরে আর কেপুর থানার ওসি পেক্টর বাবুল দাস।বৃহস্পতিবার উদয়পুর শহরের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে তিনজন রয়েছে ডাকাত দুজন কুখ্যাত চোর। অভিযুক্তদের আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে এসব অভিযোগের ভিত্তিতে। তবে অপারেশন তান্ডবে পাঁচ জন গ্রেপ্তার হওয়ায় উদয়পুর শহরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হয়।