সকল নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা এবং ক্ষমতায়ন এই বার্তা দিয়ে জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। জেলা প্রশাসন , জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত নারী দিবস উদযাপনের অনুষ্ঠান বুধবার দুপুর সাড়ে বারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা করেন উপস্থিত অতিথিরা । এরপর জেলা পরিষদ ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ জেলা শাসককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের পর স্বাগত ভাষন রাখেন জেলা শাসক স্মিতা মল এম এস, সমাজের বিভিন্ন নারীদের অবদানের কথা তুলে ধরে সমতা ও ক্ষমতায়ন সহ অধিকারের তাৎপর্য তুলে ধরে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ না রাখার আহ্বান জানান। স্বাগত ভাষনের পর উপস্থিত অতিথিরা সহ অডিটোরিয়ামে উপস্থিত ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের কর্মীরা বেটি বাঁচাও বেটি পড়াও এর উপর শপথ বাক্য পাঠ করেন। জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক স্মিতা মল এমএস, বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্স নিখিল চন্দ্র গোপ, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা । অতিথিদের আলোচনার পর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।