কংগ্রেসের এক কর্মীকে অপহরণের ঘটনার অভিযোগে বাগমায় রাস্তা অবরোধ করল দলের কর্মী সমর্থকরা l শুক্রবার সন্ধ্যা রাতে বাগমায় আগরতলা সাব্রুম জাতীয় সরক অবরোধ করে তারা l প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন আবুল হোসেন নামে এক কর্মী। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় বিজেপি দলের নেতারা গাড়ি নিয়ে আবুল হোসেনের বাড়িতে গিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। সাথে সাথে পরিজনরা কংগ্রেস দলে জানালে কংগ্রেস কর্মীরা থানায় অভিযোগ করে। এদিকে এদিন সন্ধ্যায় যুব কংগ্রেস কর্মীরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে বসে । প্রায় ১০-১৫ মিনিট চলে এই অবরোধ। কংগ্রেস কর্মীরা দাবি জানায় অপহৃত হওয়া আবুল হোসেনের মুক্তি এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য। পরবর্তীতে বাগমা ফাঁড়ি থানার ওসি রতন রবি দাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালকে আশ্বাস দেন কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করা হবে বলে। ওসি-র আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশের ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হয় যান চালক সহ যাত্রীরা l