বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন যুব আন্দোলনের নেতা তথা সি পি আই এম রাজ্য কমিটির সদস্য কমরেড সমীর দেব।অবশেষে দীর্ঘ সময় রোগ ভোগের পর গত দু’দিন আগে কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন তিনি ।সোমবার সমীর দেবের মরদেহ বিমানে করে আগরতলায় নিয়ে আসা হয়। এরপর পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিল দলের সকল নেতা-নেত্রীরা।সমীর দেবের মৃত্যুতে দলের এক অপূরনীয় ক্ষতি হয়েছে বলে জানান দলের নেতৃত্ব পবিত্র কর।সমীর দেবের মৃত্যুতে দলে শোকের ছায়া নেমে এসেছে।