৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এবছর দলের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বেসিক ট্রেনিং মাঠে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।এদিন শিবিরের সূচনার পর শিবিরি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি কথা বলেন রক্তদাতাদের সঙ্গে। এক সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিশেষ করে রক্তদানে যুব সম্প্রদায়ের সবাই এগিয়ে এসেছে। আর যারা এগিয়ে আসেনি, তাদেরকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।