দারিদ্র্যের সেবায় ব্রত থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে চলছে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আর এই কাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলি আশ্রব মিঞা ওরফে জালাল মিঞা কারোর কাজ থেকে কোন রকম সাহায্য না নিয়ে নিজের প্রচেষ্টায় করে চলছেন। ওনার একটায় লক্ষ্য সঠিক সময়ে গরীব মানুষের পাশে দাঁড়ানো। ঠিক তারই অঙ্গ হিসাবে রবিবার উদয়পুর সপিং কমপ্লেক্সে ফাউন্ডেশনের অফিস কক্ষে একটি দরিদ্র মেয়ের বিয়েতে কিছু দান সামগ্রী বিতরণ, বিলোনিয়ার একটি মূমূর্ষ শিশুর চিকিৎসা বাবদ কিছু আর্থিক সাহায্য এবং উদয়পুর কলেজের পাশে একটি মন্দির নির্মাণের জন্য কিছু টিন কিনে দেন। দুপুর ১২ টার সময় একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দান সামগ্রী গুলি পরিবার এবং মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গীতিকার সুদীপ্তা দেবনাথ। দান সামগ্রী গুলি পেয়ে তারা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান দান প্রাপকরা। কাশ্মীর থেকে কন্যা কুমারীকা পর্যন্ত সারা দেশ ব্যাপী এই কাজ জালাল মিঞা তার ফাউন্ডেশনের মাধ্যমে করে যাবেন বলে জানান। এই ক্ষেত্রে তিনি শুধু মানুষের আশির্বাদ কামনা করছেন। আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা ও আকাঙ্ক্ষা রয়েছে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিঞা। বিগত দিনেও তিনি রাজ্যের হাজারো গরীব দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।