
সোমবার অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাজ্য বিধানসভায় সমস্ত বিধায়করা ভোট দিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহন প্রক্রিয়া। একে একে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করাই দিয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট। ভোট শেষে ব্যালট বাক্স স্ট্রং রুমে রাখা হয় বিধানসভা ভবনে। মঙ্গলবার সকালে স্ট্রং রুমে রাখা ব্যালট বাক্সটি নিয়ে যাওয়া হয় দিল্লীর সংসদ ভবনের উদ্দ্যেশে। ব্যালট বাক্সটি নিয়ে যায় এসিস্টেন্ট রিটার্নিং অফিসার নেতৃত্বে একটি টিম। গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান চিফ ইলেকট্রোল অফিসার কিরন গিত্তে।