উদয়পুর মহকুমার অন্তর্গত গকুলপুর রাঙ্গামাটি এলাকায় দীর্ঘদিন ধরে নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এলাকার বেশ কয়েকজন যুবক । এই ঘটনা গ্রামের প্রতিবাদী মহিলারা জানতে পেরে প্রথমে এগ্রিকালচার চৌহমুনী এলাকার বিজেপি দলীয় অফিসে এই বিষয়টি জানানো হলে তাদেরকে নির্দেশ দেওয়া হয় মহিলারা যাতে প্রতিবাদী হয়ে নেশার বিরুদ্ধে গর্জে ওঠে। দলীয় অফিস থেকে এবার বার্তা পাওয়ার পর সোমবার দুপুর তিনটা নাগাদ রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে চারজন নেশা বিক্রেতাকে গ্রামের প্রতিবাদী মহিলারা নেশা সামগ্রী সহ আটক করে উত্তম মাধ্যম । পরবর্তী সময় খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়াকে । বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত ঘটনা জানার পর পুলিশকে খবর দেয় তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার জন্য । পরে পুলিশ রাধা কিশোরপুর থানা থেকে ছুটে গিয়ে চারজন নেশা বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে । জানা যায় এর মধ্যে একজন বিজেপি কর্মীও রয়েছে । কিন্তু বিধায়ক তাকেও নেশা বিক্রি করার কারণে ছাড় দেয়নি পুলিশ বিধায়কের নির্দেশেই তাকে থানায় গ্রেফতার করে নিয়ে আসে । গকুলপুর রাঙ্গামাটি ২ নং ওয়ার্ডে চারজন নেশা বিক্রেতা আটক হওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে অভিভাবক ও অভিভাবিকা মহলে ।