সামান্য বৃষ্টিতে ভোর রাত থেকে টানা বারঘণ্টা বিদুৎহীন খোয়াই মহকুমা তীব্র সমস্যার সম্মুখীন গোটা মহকুমার মানুষ । এমনকি ইমার্জেন্সী লাইনও বিদুৎহীন ছিল দীর্ঘ নয় ঘণ্টা। বিশেষ করে খোয়াই জেলা হাসপাতালের ইমার্জেন্সী লাইনও বিদুৎহীন ছিল ফলে মূখথুবড়ে পড়ে হাসপাতালের জরুরি পরিষেবা,হাসপাতালে জেনারেটর থাকলেও সব বিভাগে কভার করা সম্ভব হয়ে ওঠে নি ফলে বন্ধ হয়ে পড়ে হাসপাতালের ডায়ালাইসিস পরিষেবা বলে অভিযোগ একাংশ রোগীর পরিজনদের । এদিকে সকাল সাতটা খোয়াই জেলার দূরদূরান্ত থেকে খোয়াই জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের সামনে অপেক্ষারত ছিলে,কিন্তু বিদুৎ না থাকার কারণে অসুস্থ রোগীদের নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে রোগীর পরিজনদের,হাসপাতাল কর্তৃপক্ষ ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও কোন ভাবেই বিদুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি বহুবার ফোন করা সত্ত্বেও ফোন ধরেননি কর্তাবাবুরা । অন্যদিকে বিদুৎ পরিষেবার এই প্রথম ডিজিটাল যোগে রেকর্ড গড়ল সংস্কৃতির শহর নামে পরিচিত খোয়াই । এই ধরনের বিদুৎ পরিষেবা এর আগে কখনোই প্রত্যক্ষ করে খোয়াইবাসী এমনটাই অভিযোগ একাংশ বুদ্ধিজীবী মহলের অভিযোগ । টানা ১২ ঘণ্টা বিদুৎহীন ছিল সংস্কৃতির শহর খোয়াই । সামান্য আলকা বৃষ্টিতেই ভোর চারটা থেকে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় কিন্তু গোটা দিন পেরিয়ে গেলেও বিদ্যুতের দেখা মেলেনি বলে অভিযোগ এই নিয়ে দপ্তরের সাথে দপ্তরের সাথে যোগযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি উত্তরে মিলেছে লাইন ফল্ট কাজ চলছে কিন্তু গোটা মহকুমাতেই বৃষ্টির প্রভাবে ক্ষয়ক্ষতির কোন খবর নেই ফলে অনেকটাই তিতি বিরক্ত গোটা খোয়াইবাসী।