বিশালগড় সিপাইজলা এলাকায় দুইটি গাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় ৫ জন,
ঘটনা বিবরণে জানা যায় বুধবার বিকেল ৩ টা নাগাদ বিশালগড় সিপাহীজলা এলাকায় দুইটি গাড়ি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় শিশু সহ ৫ জন। পরবর্তী সময়ে পথ চলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে ,তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে আসে।আহতরা হল রুমা বেগম বয়স ২৮.সাফার সিন বয়স ৭০.মরদিনা আক্তার বয়স ৩৮.সাবিনা আক্তার বয়স ২১.উর্মি হাবিয়া বয়স ৭ মাস, মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে।