শনিবার রাতে খোয়াই এলাকায় টিউশন সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষক ধনন্ত মোদক নামে ৪৯ বছরের শিক্ষক।।পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা।। এবং রক্তাক্ত অবস্থায় ধনন্ত মোদক কে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।। কিন্তু ধনন্ত মোদকের অবস্থা আশঙ্কাজনক হবার কারণে সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিক্ষক।। জানা যায় দুর্ঘটনার পর অপর বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।। এই বিষয় নিয়ে শিক্ষকের পরিবারের লোকজন অপর বাইক চালকের বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা দায়ের করবেন বলেই যানা যায়।।