দুর্ঘটনা এড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী অটো গাড়ি। এই দুর্ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী,বৃদ্ধা,অটো চালক সহ আহত মোট সাত জন। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন তৈদু-তেলিয়ামুড়া সড়কের হিমঘর সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে।
সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এক বৃদ্ধা যাত্রী নিয়ে একটি অটো গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছিল তেলিয়ামুড়া তৈদু সড়ক ধরে। গামাইবাড়ি স্থিত হিমঘর সংলগ্ন এলাকায় আসা মাত্রই অপর দিক থেকে সি.আর.পি.এফ-এর জিপসি গাড়ি অটো গাড়ির সামনে আচমকাই এসে পড়ে। সেই সময় অটো গাড়ির চালক দূর্ঘটনার কবল থেকে বাঁচতে গিয়ে কষিয়ে ব্রেক লাগায়।আর তাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার মধ্যে উল্টে যায় অটোরিক্সাটি। এই দুর্ঘটনার খবর পেয়ে অন্য অটোরিক্সার চালক’রা ছুটে যায় ওই এলাকায়। এবং তারা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। সাত(৭) জনের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তার মধ্যে ইন্দ্রজিৎ রায়, শাওলি দে, মৌসুমী রায় এই তিনজনের মধ্যে চালক ইন্দ্রজিৎ রায়’কে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয় হাসপাতালের দায়িত্বগত চিকিৎসক। এদিকে এ খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে ছুটে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি হাসপাতালে এসে আহতদের এবং ডাক্তারের সাথে কথা বলেন এবং পুরো ঘটনাটির খোঁজখবর নেন। সেই সঙ্গে ঘটনার খবর পেয়ে কলেজের প্রফেসরাও ছুটে আসেন হাসপাতালে।
এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, অটো গাড়িতে কলেজের সামনে থেকে সাতজন যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল। ওভার লোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রটির দাবি। এদিকে বারবার সংবাদ মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের যান দুর্ভোগের বিষয় নিয়ে প্রকাশিত হলেও তেলিয়ামুড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মনোরঞ্জন দাস সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। ফলে বাস গাড়ি, ছোট গাড়ি গুলিতে বাঁদর ঝোলার মতন ঝুলে ছাত্র-ছাত্রীরা বাড়ি মুখী এবং কলেজ মুখী হতে হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে যান সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত যান বাহন চালুর দাবি থাকলেও সেই দাবি পূরণে এগিয়ে আসেনি কেউই। এদিকে ট্রাফিক ব্যাবস্থার দুর্বলতার কারণে প্রতিনিয়তই যান দুর্ঘটনা ঘটে চলছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। দাবি উঠেছে ট্রাফিক ব্যাবস্থায় সক্রিয় ভূমিকা পালন করা হলে যান দুর্ঘটনা এড়ানো সম্ভব ।