রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আবারো রাতের আধারে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হল ১০,৩২৩ চাকুরীচ্যুত এক শিক্ষক। ঘটনা রবিবার রাতে বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। আহত শিক্ষকের নাম রবীন্দ্র মজুমদার।ওই শিক্ষকের বাড়িও সাতমুড়া এলাকায়।এদিন রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীরা ওই শিক্ষকের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এই হামলায় শিক্ষক রবিন্দ্র মজুমদারের মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ওই শিক্ষক সি পি আই এম দলের সমর্থক। মূলত সি পি আই এম করার অপরাধেই তার উপর হামলা করা হয়েছে বলে এমনটাই বক্তব্য আক্রান্ত শিক্ষকের স্ত্রীর। চাকরি চলে যাওয়ার পর শিক্ষক রবীন্দ্র মজুমদার একটি ইট ভাট্টায় ম্যানেজার হিসেবে কাজ করছে বলে জানা গিয়েছে।