সোমবার রাতে মনু বনকুল এলাকায় এক দুষ্কৃতিকারীর বন্দুকের গুলিতে গুরুতর আহত হন নিরেন ত্রিপুরা নামে ২৪ বছরের এক যুবক।। আহত যুবক জানান রাতের বেলা বাড়ি ফেরা পর গেটের সামনে আসার মাত্রই এক যুবককে দেখতে পান নিরেন ত্রিপুরা।। সঙ্গে সঙ্গে চোর সন্দেহ করে চিৎকার করতেই ওই দুষ্কৃতিকারী যুবক নিজ বন্দুক থেকে একটি গুলি ছোড়ে নীরেন ত্রিপুরাকে লক্ষ্য করে।। কিন্তু কারণ বশত সেই গুলিটি নীরেন ত্রিপুরার মাতার পাশ দিয়ে চলে যায়।। এবং গুলির টুকরো গিয়ে তার চোখে লাগে রক্তাক্ত হন নীরেন ত্রিপুরা।। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।। কিন্তু আঘাত গুরুতর হবার কারণে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়।। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নীরেন ত্রিপুরা কিন্তু অন্ধকার থাকার কারণে দুষ্কৃতিকারী যুবককে চিনতে সক্ষম হয়নি নিরেন ত্রিপুরা