ভারতীয় মুদ্রার সঙ্গে মার্কিন ডলারের ফারাক বেড়েছে। চাপে পড়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানীও! সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবর অনুযায়ী, ভারতের বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গেই কথা বলেছেন রিলায়ান্স ইন্ড্রাস্টিজের মুকেশ অম্বানী। বাজার থেকে ৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা লোন নিতে চলেছেন। নানা ব্যাঙ্কের মধ্যে, অনেকের থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং লোনের প্রক্রিয়াও পূর্ণ হওয়ার পথে। সূত্রের খবর, নতুন বছরের প্রথম কোয়ার্টারেই এত্ত বড় অঙ্কের টাকা ব্যবহার করবেন মুকেশ অম্বানী।লোন নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকে। সূত্রের খবর, সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই বাজার থেকে এই লোন নেবেন মুকেশ অম্বানী। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বাজারে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে রিলায়ান্স ইন্ড্রাটিজের। যা আগামী বছরের মধ্যেই শোধ করতে হবে বলেই সূত্রের খবর। সংস্থার তরফে এখনও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এই লোন নেওয়ার বিষয়টি যদি সত্যিই হয়, ২০২৩ সালের পর সবচেয়ে বেশি অঙ্কের লোন হতে চলেছে। ২০২৩ সালে রিলায়ান্সই বাজার থেকে বড় লোন নিয়েছিল। রিলায়ান্স এবং এর অন্যতম অংশ জিও ইনফোকম বাজার থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলার লোন নিয়েছিল। বিভিন্ন ব্যাঙ্ক সহ সব মিলিয়ে ৫৫টি সংস্থার থেকে এই অঙ্কের লোন নিয়েছিল রিলায়ান্স।

এবারের লোনের কারণ হিসেবে মনে করা হচ্ছে, ভারতীয় মুদ্রার চাপ। মার্কিন ডলারের সঙ্গে এর রেকর্ড পার্থক্য়। ধীরে ধীরে সমস্যা বেড়েছে সংস্থার। সে কারণেই লোনের ভাবনা রিলায়ান্সের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষ গ্রেপ্তার ২ সিপি আই এম কর্মী!
Next post আবারও নাবালিকা ধর্ষন! ঘটনা কৈলাসহরের ইরানী থানা এলাকা!!
%d bloggers like this: