দেশে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার সপাটে জবাবও দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । তিনি জানান, দেশের নাগরিকরা প্রতিটি নির্বাচনের ফলাফলে আস্থা রাখে। তা সত্ত্বেও দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনের পরই নির্বাচন কমিশনকে অগ্নিপরীক্ষা দিতে হয়।এই বছর জুড়ে দেশের একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সদ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে মিটেছে ভোট পর্ব সম্পন্ন হয়েছে । তারপর ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচনও। তার আগে বিভিন্ন রাজ্যের নির্বাচন, বি জেপি ও বিরোধী দলগুলির কাছে সেমি ফাইনালের মত। সেখানেই বিজেপি নিজের প্রস্তুতি পরখ করে নেবে। ২৪-র আগে এই নির্বাচনগুলি একটা নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে। তাই এইসব নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখা উচিত। সামনে রয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচন। যদিও কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনও। তার আগে নির্বাচন পূর্ববর্তী কর্নাটকের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্যে আসেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই সফরকালে উনার উদ্দেশে প্রশ্ন করা হয়, কর্নাটকের মানুষ এই কতটা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বছরের পর বছর ধরে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করে গিয়েছি।ব্যালটের মাধ্যমেই ক্ষমতার হস্তান্তর করা হয় নির্ঝঞ্ঝাটভাবে।”প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিল নির্বাচন কমিশন। কংগ্রেস থেকে একাধিক বিরোধী দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। রাজীব কুমার সেই সব কটাক্ষের স্পষ্ট জবাব দিলেন বলে মনে করছেন অনেকে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন।
Next post ‘অরিজিনাল সং’য়ের শিরোপা জিতল দক্ষিণী ছবি RRR-এর বহু জনপ্রিয় গান ‘নাতু নাতু’ ! আর এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত।
%d bloggers like this: