তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরের আসন্ন দোল পূর্ণিমা উৎসবকে সামনে রেখে নানাবিধ সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এরই অঙ্গ হিসাবে শনিবার আশ্রম প্রাঙ্গণে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে।এদিন ঠাকুরের আশ্রিত গুরু ভ্রাতা ও ভগ্নিগন উৎসাহের সাথে এই মহান কর্মসূচিতে অংশ গ্রহণ করে।তাছাড়াও একইদিনে রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও জল বিতরণ করা হয়। এখানে উল্লেখ থাকে যে, আগামী ১৪ ই মার্চ তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক দোল পূর্ণিমা উৎসব।এই উৎসবকে সামনে রেখে এক ঝাঁক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য হলো রক্তদান শিবির, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ,স্বচ্ছ ভারত অভিযান, যোগা ও বসে আঁকো প্রতিযোগিতা সহ আশ্রমে প্রত্যেকদিন বেদবানী পাঠ,ভক্তিমূলক সংগীতানুষ্ঠান,ঠাকুর সম্বন্ধে আলোচনা ইত্যাদি উল্লেখযোগ্য।তাছাড়া আগামী ১১ ই মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান এবং উৎসব অধিবাস শেষে সত্যনারায়ন পূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হতে চলেছে।যা চলবে আগামী ১৪ ই মার্চ দোল পূর্ণিমা পর্যন্ত।