বর্তমান যানজটের যুগে যেভাবে শহর দাবিয়ে বেড়াচ্ছে দ্বিচক্র যানসহ ছোট বড় যানবাহন | যাতে করে একপ্রকার নাকা বন্দী হয়ে পড়ছে রাজধানী আগরতলা শহর | যানবাহনের কালো ধোঁয়া বিষাক্ত করে ফেলছে আবহাওয়া | সম্প্রতি শহরের তাপমাত্রাও বৃদ্ধি পেয়ে চলেছে | পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সময়ে দ্বিচক্র যানের বদলে বাইসাইকেল চালালে শরীর স্বাস্থ্য এবং মন যেমন চনমনে থাকে তেমনি অনেকটাই কমে যায় শহরের যানজট | সেদিকে লক্ষ্য রেখেই এবং বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করেছে সাইক্লোলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেলস | সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইক্লোলিক ফাউন্ডেশন এর কর্মকর্তা ডঃ সন্দীপ দাস সাইকেল চালানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন |