দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর ভাবে আহত এক পথচারী। ঘটনাটি ঘটে শহরতলীর বাবুল চৌমুনীর সূর্যমনি নগর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায়। প্রচন্ড গতিতে জাতীয় সড়ক ধরে আগরতলার দিকে যাচ্ছিল বাইকটি।অপর একটি বাইকে ওভারটেক করে যাওয়ার সময় রাস্তা পার হতে থাকা মহিলা পথচারীকে সজরে ধাক্কা মারে।মহিলার বাড়ি আমতলী এলাকায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা ১০২ অ্যাম্বুলেন্সকে খবর দিলে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসও। আমতলী থানার পুলিশ এসে ঘাতক বাইকটিকে থানায় নিয়ে গেছে। অল্পবিস্তর আহত হওয়ায় বাইক চালককেও চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।