গত শনিবার লক্ষী পূজার রাতে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকায় জনৈকা জনজাতি নাবালিকা কন্যা পূজার প্রসাদ খেতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়। ঘটনার পরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সাথে ঘটনার সাথে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে গণধর্ষণের শিকার ওই নাবালিকা কন্যা এবং তার পরিবারের সাথে দেখা করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ধর্ষিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় মন্ত্রী সংশ্লিষ্ট ঘটনার তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সংশ্লিষ্ট পরিবারটির পাশে মন্ত্রী নিজে এবং রাজ্য সরকার রয়েছে বলে আশ্বস্ত করেন। এদিকে সাংবাদিকদের সাথে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই নেককারজনক ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি দাবি করেন বিভিন্নভাবে আক্রান্তিত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার তথা প্রশাসন।