নয়া অর্থবর্ষের শুরুতে হোটেল ব্যবসায়ীদের সাময়িক স্বস্তি দিয়ে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম। নতুন অর্থবর্ষে পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত নতুন দাম ধার্য করে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। ২০২৩-২০২৪ অর্থবর্ষের প্রথমদিন প্রায় ৯২ টাকা কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রইল। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত মোট চার বার বেড়েছে গৃহস্থের এল পি জি গ্যাসের দাম। ফলে জ্বালানি নিয়ে মধ্যবিত্তের জ্বালা কমল না। গত জানুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। ফলে মাথায় হাত পড়ে হোটেল ব্যবসায়ীদের। তবে গেরস্থের হেঁসেলে এখনও আগুন জ্বলছে। গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন যে, ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। তবে বর্তমানে গেরস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া। এই দাম আদৌ কমে কি না, এখন তারই অপেক্ষা মাত্র।