ক্যাবল চ্যানেলগুলোর রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূরীকরণ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন TEMS ও AOJ’র প্রতিনিধি রা। উদ্ভুত সমস্যা সমাধানের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী দীর্ঘ সময়ের এই বৈঠকে সকল ক্যাবল নিউজ চ্যানেল মালিকদের বক্তব্য শোনেন এবং আশ্বস্ত করেন গোটা বিষয়টি সম্পর্কে তিনি নজর দেবেন এবং পাশে থাকবেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রনব সরকার, সেবক ভট্টাচার্য, সৌরজিৎ পাল, প্রসেঞ্জিত ভট্টাচার্য, ডঃ বিশবেন্দু ভট্টাচার্য, সমরেশ দে, অর্ঘজ্যোতি দত্ত, হানিফ আলি, মানস দেব্বর্মা প্রমুখ ক্যাবল চ্যানেলের কর্নধার এবং এডিটর রা।