কৈলাসহর মহকুমা এলাকার বন্যা নিরোধক বাঁধের উচ্চতা ও প্রস্থ বৃদ্ধি সহ বাঁধ মেরামত, মনু নদীর ভাংগন রোধে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণ সহ নয় দফা দাবিতে বামপন্থী গন সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে নয় কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকারের কাছে সোমবার বিকেলে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদানের পূর্বে শহরের দলীয় অফিস প্রাংগন থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমাশাসকের অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয়েছে। মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সি.পি.আই.এম নেতা কান্তি লাল দেব, রঞ্জিত নাথ, অরুনাভ সরকার, যুব নেতা সুরমান আলী, বিশু দাস, নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরও অনেকে। ছয় জনের এক প্রতিনিধি দল মহকুমাশাসকের কাছে ডেপুটেশন প্রদান চলাকালীন মহকুমাশাসকের অফিসের সামনে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিলো। ডেপুটেশন শেষে দলীয় সভায় কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় জানান যে, প্রতি বছর বন্যার অন্যতম কারণ মনু নদীর নাব্যতা কমে যাওয়া। তাই কেন্দ্রীয় সরকারকে মনু নদীর নাব্যতা বৃদ্ধির জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি শুখা মরশুমের মধ্যেই মহকুমা এলাকার পানিচৌকি বাজার সংলগ্ন পাকা বাঁধ সহ বন্যা নিয়ন্ত্রনে বাঁধগুলি সংস্কার এবং প্রয়োজন অনুসারে পুনর্নির্মাণ করতে হবে। শুখা মরশুমে সুইচ গেইট গুলো পরিস্কার ও মেরামত করতে হবে এবং বন্ধ সুইস গেইট গুলো অতি দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে। জল জীবন মিশনে অটল জলধারা প্রকল্পে নির্মীয়মান পাম্প গুলো থেকে প্রয়োজনীয় জল সরবরাহ হচ্ছে না। কিন্তু প্রকল্পের ব্যয় সংবলিত সাইনবোর্ড লাগানো হয়েছে। তাই প্রতিটি প্রকল্পের ব্যয়িত অর্থের যথাযথ অনুসন্ধান করতে হবে। শহরের জমা জল নিষ্কাশনের পাম্প গুলো মেরামতি ও সচল করে তুলতে হবে এবং পশু হাসপাতালের নিকটে উচ্চ ক্ষমতা যুক্ত নতুন পাম্প মেশিন বসাতে হবে। সর্বোপরি শহরের জল নিষ্কাশনের পয়:প্রনালী গুলো অবিলম্বে পরিস্কার করে জল নিষ্কাশনের উপযুক্ত করতে হবে। প্রভৃতি নয় দফা দাবিতেই মহকুমাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। মহকুমাশাসক দাবী গুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং উনি এও আশ্বাস দেন যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করে দাবীগুলো বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করবেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সমুদ্রপথে আসছে গোলা-বারুদ! আটঘাঁট বেঁধে কোন যুদ্ধের জন্য় প্রস্তুতি নিচ্ছে ইউনূস?
Next post প্রদেশ কংগ্রেসের মহীলা নেত্রীর দাদাগিরি! ক্ষমতায় নেই তাও এত দম্ভ কিসের?
%d bloggers like this: