শুধুমাত্র নরেন্দ্র মোদির আমলে নয়, বরং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হত কংগ্রেস আমলেই। খোদ নরেন্দ্র মোদিকেও ইউপিএ জমানায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল। বিস্ফোরক দাবি করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করলেন, সিবিআই তাঁর উপরও নরেন্দ্র মোদিকে ফাঁসানোর জন্য চাপ সৃষ্টি করেছিল।সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার প্রসঙ্গে অমিত শাহ (Amit Shah) বলছেন,”আমি আপনাদের বলছি এজেন্সির অপব্যবহার কাকে বলে। আমি যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে ওরা একটা ভুয়ো এনকাউন্টারের মামলা করে। সিবিআই আমাকে গ্রেপ্তারও করে। জিজ্ঞাসাবাদের সময় ৯০ শতাংশ প্রশ্নে ওরা আমাকে শুধু বলত, আপনি চাপ নেবেন না। মোদির নাম নিলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপর মোদির বিরুদ্ধেও SIT গঠন করেছিল। কিন্তু পরে খোদ সুপ্রিম কোর্ট সেই SIT বাতিল করে দেয়।”অমিত শাহ আসলে সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলার কথা বলছেন। সেই মামলায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে মাস তিনেক জেলেও থাকতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বার বার সিবিআই তার উপর চাপ দিচ্ছিল মোদিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন,”ওরা আমাকে বলছিল মোদির নাম বলুন, কিন্তু আমি কেন মোদিকে ফাঁসাব? মনে রাখবেন, এত চাপের মধ্যেও কিন্তু আমরা মাথা নোয়াইনি। আমরা সংসদ অচল করে দিইনি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আজ মহা নবমী।এদিন সকাল থেকেই ধর্মীয় রীতি নীতি মেনে রাজধানীর দুর্গাবাড়িতে পূজিতা হচ্ছেন স্ব-পরিবারে মা বাসন্তী।
Next post দেশে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরেই দেশে লাগাতার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার।
%d bloggers like this: