অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে প্রতি বছর লাখো পর্যটকদের আকৃষ্ট করছে অমরপুর মহকুমায় অবস্থিত ডুম্বুর জলাশয়টি। সেখানে সুদূর বিস্তৃত জলরাশির মাঝখানেই রয়েছে নারকেলকুঞ্জ নামের ছোট্ট একটি দ্বিপ। হাজারো নারকেল গাছের ছায়াতেই রয়েছে পর্যটকদের জন্য রাত্রিবাসের কটেজ সহ মনোরঞ্জনের সর্বাধুনিক প্রযুক্তি গুলি। সব মিলিয়ে ভারতবর্ষের অন্যান্য পর্যটনকেন্দ্র গুলির সঙ্গে পাল্লা দিয়ে এখন পর্যটকদের প্রধান আকর্ষণীয় জায়গা হল ডুম্বুরের নারকেল কুঞ্জ।সোমবার নারিকেল কুঞ্জে একটি বুদ্ধমূর্তি প্রতিস্থাপনের জন্য জায়গা পরিদর্শনে যান বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন কিনা মোহন চাকমা, গদারাম চাকমা, সুমন্ত সেন চাকমা, সাগর জিৎ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা।