বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চড়িলাম মন্ডলের মাইনরিটি মোর্চার প্রাক্তন নেতা আনোয়ার হোসেনের দোকান বন্ধ করে রাখা হয়েছে। একাধিকবার দোকান ও বাড়িতে হামলা চালানো হয়েছে। তাই আনোয়ার হোসেন তার স্ত্রী, সন্তান, মা – বাবাকে নিয়ে চড়িলাম বাজারের দোকানের সামনে গলায় প্লে কার্ড ঝুলিয়ে আমরন অনশনে বসেছেন। তার অভিযোগ, চড়িলাম মন্ডলের দুর্নীতির কথা বলতেই তাকে জেল খাটিয়েছে হেনস্থা ক্রা হয়েছিল। তাই নির্বাচনের কয়েকদিন আগে সিপিআইএম’এ যোগ দিয়েছিলেন