পশ্চিমী নৃত্য পরিবেশন করে এবার রাজ্যের নাম উজ্জ্বল করল হেনরি ডিরোজিও স্কুলের ১১ বছরের ছাত্রী । তার নাম পূজা শীল l গত ২০ শে জুন কলকাতায় ইন্ডিয়ান ডান্স ষ্টার রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করে আড়ালিয়ার ১১ বছরের এই নৃত্য শিল্পী। ইন্ডিয়ান ডান্সিং স্টার রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করেছিল ৩৫০ জন নৃত্য শিল্পি l তার মধ্যে ফাইনালে ভালো পারফরম্যান্স করে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে আড়ালিয়ার পূজা শীল।রবিবার আগরতলায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার সাফল্যের কথা তোলে ধরেন পূজার বাবা l এদিন তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি দিনে তিন থেকে চার ঘণ্টা অনুশীলন করে নৃত্য l প্রশিক্ষক ছিলেন মৃনাল স্যার l উনার হাত ধরেই এই সাফল্য পেয়েছে পূজা l জানান পূজার বাবা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নেশামুক্ত ত্রিপুরা গড়ার সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে বাইক র‍্যালির আয়োজন
Next post কুখ্যাত নেশা সামগ্রী বিক্রেতা সহ এক ক্রেতাকে গ্রেফতার করলো পুলিশ
%d bloggers like this: