আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিরসনে জল বোর্ডের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।বৈঠকে এক সাক্ষাৎকারে মেয়র বলেন, পুর নিগমের কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা নিরসনে জল বোর্ডের আধিকারিকদের নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। আগরতলা শহরে ৪৮টি ডিপ টিউবওয়েল বসানোর সিদ্বান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ২৪টি ডি ডব্লিউ এস দপ্তর করবে। বাকি গুলো পুর নিগম করবে বলে মেয়র জানান।