পাচা‌রের প‌থে বিপুল প‌রিমান বনজ কাঠ বা‌জেয়াপ্ত করল জু‌রি পেট্রলিং ফ‌রেষ্ট। গোপন খবরের ভিত্তিতে বৃহস্প‌তিবার সকা‌লে বন বিভা‌গের এক‌টি দল বাগবাসা-ধর্মনগর রু‌টে ওৎপে‌ঁতে ব‌সে থা‌কে।তখন উক্ত সড়ক দিয়ে TR 02 D 1880 নম্বরের ছোট মালবাহী গাড়ি কাঠ নি‌য়ে রওয়ানা হ‌লে ফ‌রেষ্ট পেট্রোলিং দল ওই গাড়ির পিছু ধাওয়া করে।এ‌তে অতি দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যাবার সময় কামেশ্বর এলাকায় পৌ‌ছে গাড়ির পিছনের একটি চাকা ব্রাস্ট হ‌য়ে যায়।এ‌তে ল‌রি‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্থ হয়।তখন অবস্থা বেগতিক দেখে গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়।প‌রে বন কর্মীরা গা‌ড়ি‌টি নি‌জে‌দের জিম্মায় নেয়।এ মর্মে বনকর্মী বিশ্বজিৎ দাস জানান বা‌জেয়াপ্ত কাঠের পরিমাণ 100 CFT হবে।যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার মত হবে।প‌রে ধর্মনগর বনদপ্তর থেকে অন্য এক গাড়ি এনে আটক গাড়িটিকে রাস্তার পাশ থেকে টেনে নি‌য়ে যাওয়া হয় বন দপ্তরে।।।।।।।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কৈলাশহর থানার হাতে আটক ২ রোহিঙ্গা নাগরিক!
Next post শ্রম দপ্তরের উদ্যোগে নির্মান শ্রমিকদের হাতে সরঞ্জাম এবং নগদ অর্থ প্রদান
%d bloggers like this: