আবারো উদয়পুর রেলস্টেশনে এক নেশা কারবারী সড় এক লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করল উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসে। পুলিশের এত গ্রেপ্তার হওয়া নেশা কারবারির নাম লোকমান হোসেন বাড়ি খিলপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই উদয়পুর রেলস্টেশনে নেশার রম রমরমা চলছে সেখানে জিয়ার পি থানার ওসি গৌতম দেববর্মা সবকিছু দেখেও না দেখার ভান করে ঘুমিয়ে থাকেন । তার থেকে বোঝা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরার স্বপ্ন বেশ কিছু পুলিশ কর্মীর জন্য অধারা রয়ে যাবে। তাই বলে যে সব পুলিশ অফিসার রা মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরার এই স্লোগানকে মান্যতা দিচ্ছে না তা কিন্তু একদম না আজ বুধবার রাতে উদয়পুর রেল স্টেশন থেকে একটি গাড়িসহ ১ লক্ষ টাকা নেশা সামগ্রী উদ্ধার করে উদয়পুর মহাকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে। এইদিকে উদয়পুর জি আর পি থানার পুলিশ কর্মীরা কোন নেশা বিরোধী অভিযান করতেও দেখা যায় না অথচ রেলটেশন দিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন ট্রেনগুলি দিয়ে এমনটাই খবর শোনা যায় উদয়পুর রেলস্টেশনে গেলে তাদের কি নেশা কারবারিদের সাথে আঁতাত রয়েছে নাকি অন্য কিছু সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন !
যদিও মহাকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের জানিয়েছেন এই ধরনের নেশা বিরোধী অভিযান সবসময় জারি রাখবেন বলে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post খবরের শিরোনামে আরও একবার মন্ত্রী বিকাশের কৃষ্ণপুর!
Next post ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করে মা গঙ্গার পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দির ও দীঘিতে নিবেদন করেন বিধায়িকা অন্তরা!
%d bloggers like this: