শুক্রবার রাত ১ঃ৩০ মিনিট নাগাদ বিশালগড় থানাধীন নদিলাক এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চুরি করতে আসলো এক যুবক। এলাকার যুবক সুজিত দেবনাথ প্রাকৃতিক কাজ সারতে এসে তাদের গেইটের সামনে দুই যুবক ঘুরপাক খাচ্ছে। এত রাত্রে কি করা হচ্ছে প্রশ্ন করা হলে তারা জানান তারা নাকি বিশালগড় থানা থেকে এসেছেন এবং পুলিশ পরিচয় দেন, পরে সুজিত দেবনাথ এর সন্দেহ হয় বিশালগড় থানার ফোন লাগাতেই যুবক TR01K6305 নম্বরের বাইক ফেলে জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে এলাকাবাসীরা একত্রিত হয়েও যুবককে খুঁজতে থাকেন। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানা পুলিশ ছুটে গিয়ে TR01K6305 নাম্বারের বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।