প্রকাশ্য দিবালোকে দোকান থেকে চুরি হল নয় লক্ষ টাকা। এমনই অভিযোগ দোকান মালিক অম্রিত রায়ের। শনিবার অপরাহ্নে এ ঘটনা বিশালগড় স্টেট ব্যাংকের সামনে অনলাইন কমন সেন্টার নামক একটি দোকানে। উনি জানান প্রাকৃতিক কাজের জন্য দোকান ফেলে বাইরে থেকে এসে দেখেন টাকার ব্যাগ এবং ড্রয়ার ফাঁকা। স্কুটি করে এসে অজানা এক ব্যক্তি দোকান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তাকেই সন্দেহ করছেন অমৃত রায়। থানায় কেইস করতে গেলে সন্দেহজনকভাবে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসা করছে।