রাজ্যে বিধানসভা নির্বাচন এর দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই শাসক দল বিজেপির প্রার্থীরা তাদের প্রচারাভিযান তেজী করেছে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন এলাকায় জন সম্পর্ক, সভা, সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রেখেছে তারা। শনিবার সকালে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শান্তিনগর ও দশমী ঘাট এলাকায় জনসম্পর্ক অভিযান করে। জনসম্পর্ক অভিযানে নেমে ব্যাপক ছাড়া পান তিনি। এক সাক্ষাৎকারে কল্যাণী রায় বলেন, বিগত পাঁচ বছরে রাজ্যে বিজেপির সরকারের উন্নয়নমূলক কাজে নিরিখেই এই নির্বাচনে জনগণ পুনরায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন বলেই ত্রিপুরার উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।আগামী দিনেও রাজ্যের মানুষের কল্যাণে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে দলের মনোনীত প্রার্থী কল্যাণী রায় আশ্বাস দেন।