রাজধানীর প্রজ্ঞা ভবনে মঙ্গলবার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের উপর একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এদিন নগরোন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত ও দফতরের সচিব অভিষেক সিং সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মেয়র তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে কাজ গুলি এখনো পর্যন্ত সম্পন্ন করা হয়নি, তার জন্য কেন্দ্রের তরফ থেকে চলতি বছরের জুন মাস অবধি সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অসমাপ্ত কাজ গুলি সম্পন্ন করতে হবে। এর আগেও ৩১শে মে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যদিও কোন কারনে তা সম্পন্ন করা সম্ভব হয়নি বলে মেয়র জানান। এদিন ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়