ভোট আসে ভোট যায় কিন্তু গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের কামরাঙ্গাবাড়ী এলাকার দীর্ঘ বঞ্চীত ছয় পরিবারের ভাগ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনা। প্রায় ৩৫ বছর ধরে এই ছয়টি পরিবার পানীয় জল ও রাস্তা থেকে বঞ্চীত। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের কামরাঙ্গাবাড়ী এলাকার একাংশে এই ছয়টি পরিবার স্থায়ী ভাবে বসবাস করছে। কংগ্রেস, সি পি আই এম এর পর বর্তমানে বিজেপি দলের সরকার চলছে কেউই এই ৬টি পরিবারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। প্রথম অবস্থায় সমস্যা এতটা জটিল ছিলোনা কারণ, কামরাঙ্গাবাড়ী এলাকায় অবস্থিত পুলিশ রিজার্ভ এর রাস্তা ব্যবহার করতে পারত এই পরিবারগুলো, তবে বেশ কয়েক বছর ধরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, পুলিশ রিজার্ভ এর সীমানা নির্ধারন করে পাকা দেওয়াল ও কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে এই ৬টি পরিবার সম্পূর্ণ অবরূদ্ধ হয়ে পড়ে, কখনো বেআইনি ভাবে এই পুলিশ লাইনের বেড়ার ফাঁক দিয়ে চলাচল করতে হচ্ছে কখনোবা টিলা জঙ্গল বেয়ে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব থেকে বেশী সমস্যার সম্মুখীন হতে হয় কেউ অসুস্ত হলে রাতের বেলায়। শুধুমাত্র রাস্তাই নয়, পানীয় জলেরও কোন ব্যবস্থা নেই তাদের, পঞ্চায়েতে পানীয় জলের জন্য কয়েকবার দরখাস্ত করলেও উদাসীন পঞ্চায়েত। গ্রামবাসীদের অভিযোগ ওয়র্ডের সদস্য শিব শঙ্কর নমঃ ও গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলনচাঁপা সেনকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি। দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে এই ৬টি পরিবারকে