
প্রদেশ বি জে পি’র নতুন সভাপতি নিযুক্ত হলেন রাজীব ভট্টাচার্য। এতদিন প্রদেশ বি জে পি’র সহও সভাপতির দায়িত্ব সামলেছেন। এছাড়াও খাদি বোর্ডের চ্যায়ার্ম্যান হিসেবে দায়িত্ব সামলাছেন তিনি। ২০২৩’র বিধানসভা নির্বাচনের আগে প্রদেশ বি জে পি’র সভাপতি পদে নতুন চমক দিল প্রদেশ বি জে পি।
বৃহস্পতিবার প্রদেশ বি জে পি সভাপতি পদে রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পর শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বি জে পি নেতৃত্ব রা।

প্রদেশ বি জে পি সভাপতি পদের দৌড়ে এগিয়ে ছিল অনেক নামই। এই দৌড়ে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বি জে পি নেতা কিশোর বর্মন সহও আরও বেশ কয়েকটি নাম। কিন্তু বৃহস্পতিবার বি জে পি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার এই ঘোষণার পর চমকে উঠেন অনেকেই। বলা চলে একপ্রকার চমক দিল বি জে পি দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
২০২৩ বিধানসভা নির্বাচনের আগে দলের ব্যাটন তুলে দেওয়া হল রাজীব ভট্টাচার্যের হাতে। রাজীব ভট্টাচার্যের জন্য এই দায়িত্ব এক বিশাল পরীক্ষা বলে দাবী রাজনৈতিক মহলের।