দীর্ঘ সময় রোগ ভোগের পর শুক্রবার ভোর রাতে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদি l উনার মৃত্যুতে শো কাহত প্রধানমন্ত্রী l প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ l আমি সকালে খবর পেয়েই উনার অফিসে যোগাযোগ করার চেষ্টা করি l আমি শোক প্রকাশ করেছি l সেখানে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে বললে তিনি বলেন এখন যাওয়ার কোন দরকার নেই l প্রয়োজনে তিনি যখন ডাকবেন তখন তিনি যাওয়ার জন্য বলেছেন l উনার চিন্তা ভাবনা সম্পূর্ণ অন্য রকম l তিনি আরম্ভর চান না বলে মুখ্যমন্ত্রী জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বানরের জ্বালায় অতিষ্ঠ তেলিয়ামুড়বাসী, প্রান যাচ্ছে অবুঝ বানর দলের
Next post থানার “অপারেশন তাণ্ডবে”গ্রেফতার তিন ডাকাত
%d bloggers like this: