বিরোধী দলগুলির বয়কটের ডাকের মধ্যেই রবিবার ঘটা করে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন নয়া সংসদ ভবনের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেক বলে মনে করছেন প্রধানমন্ত্রী মোদী। হিন্দিতে করা টুইটে কংগ্রেস নেতা বলেছেন, “সংসদ জনগণের কণ্ঠস্বর। প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক বলে মনে করছেন।” কংগ্রেস-সহ ২০টি বিরোধী দল নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছিল। তাদের দাবি, ভবনটির উদ্বোধন হওয়া উচিত ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে। তার বদলে প্রধানমন্ত্রীর করা উদ্বোধনকে তারা ‘গণতন্ত্রের অপমান’ এবং ‘গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ’ বলে জানিয়েছে।এদিন, ঐতিহ্যবাহী পোশাকে নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ভবনটির উদ্বোধনের আগে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে গণেশের উদ্দেশ্যে যজ্ঞ করেন। সেই সময় তামিলনাড়ুর শ্রিংগেরি মঠের যাজকরা বৈদিক মন্ত্র পাঠ করছিলেন। নয়া ভবনটির উদ্বোধনের আগে ঈশ্বরের আশীর্বাদ চান প্রধানমন্ত্রী। এরপর সেঙ্গোল রাজদণ্ডকে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী এবং পবিত্র রাজদণ্ডটি হাতে নিয়ে যাজকদের কাছ থেকে আশীর্বাদ চেয়েছিলেন। এনিয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী l